ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকা থেকে সাহেনা বেগমের (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই এলাকার মোহাম্মদ নুরুল আলমের (২৬) স্ত্রী। এ ঘটনায় সাহেনা বেগমের স্বামী ও শাশুড়ি পলাতক আছেন। গতকাল শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়।
স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ বলেন, তাদের পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। এ ব্যাপারে দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউল হক চৌধুরী বলেন, নিহত গৃহবধূর শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে স্বামী মো. নুরুল আলম ও তার শাশুড়ির নির্যাতনের কারণে তার মৃত্যু হতে পারে।