ফটিকছড়ির ভূজপুরে মোটরসাইকেলের সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. মিনহাজ (১৩) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকাল ৩টার দিকে গহিরা–হেঁয়াকো সড়কের ভূজপুর কাজিরহাট বাজারের প্রবেশদ্বার কালাইয়ের টেকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাব্বি (১৯) নামে আরেক যুবকও আহত হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কালাইয়ের টেক এলাকায় দক্ষিণ দিক থেকে কাভার্ডভ্যানটি বাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা মিনহাজ মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় এবং চালক রাব্বি আহত হয়।
ভূজপুর থানার ওসি মাহাবুবুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।