ভূজপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু

ফটিকছড়ি প্রতিনিধি | রবিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৫ at ৪:২২ অপরাহ্ণ

ফটিকছড়ির ভূজপুরে মোটরসাইকেলের সাথে ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মিনহাজ (১২) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে গহিরা-হেঁয়াকো সড়কের ভূজপুর কাজিরহাট বাজারের প্রবেশদ্বার কালাইয়ের টেকে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় রাব্বি (১৯) নামের আরেক যুবকও আহত হয়। সে চিকিৎসাধীন রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- কালাইয়ের টেক এলাকায় দক্ষিণ দিক থেকে ওষুধ কোম্পানির কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো- শ- ১১-১৬৬৯) বাজারের দিকে যাচ্ছিল। এতে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা মিনহাজ মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় এবং চালক রাব্বি আহত হন। এদিকে ঘটনায় পরপরই চালক গাড়ি ফেলে পালিয়েছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধকোতোয়ালীতে যুবলীগের ২ কর্মী বিপুল জালনোটসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় স্কুল ভবনে শিক্ষকের ঝুলন্ত লাশ