তারা কখনো র্যাবের মেজর, কখনো পুলিশ প্রধান আইজির ভাই। তাদের দাপটে অসহায় অনেকেই। যাকে তাকে হুমকি দিয়ে নানাভাবে প্রতারণা করতো। এমনকি সাংবাদিকদেরও হুমকি ধমকি দিত। অবশেষে র্যাবের জালে ধরা পড়ে দুই প্রতারক। গোয়েন্দা নজরদারির জের ধরে র্যাবের একটি দল গত ২০ মার্চ রাত ৮ টা নাগাদ নগরীর খুলশী থানাধীন নাসিরাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে র্যাবের মেজর এবং আইজির ভাই পরিচয়দানকারী ২ প্রতারককে গ্রেপ্তার করা হয়। এদের একজনের নাম মোহাম্মদ মিনহাজ (৩৮)। সে হালিশহর থানাধীন হালিশহর হাউজিং স্টেটের মৃত আঃ ছাত্তারের পুত্র। অপরজন বোয়ালখালীর পশ্চিম চরণদ্বীপ গ্রামের মৃত জজ মিয়ার পুত্র মোহাম্মদ আবু বশর (৫৫)। র্যাব জানায়, মো. মিনহাজ উদ্দিন এবং আবু বশর ভুয়া পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখানো এবং মিডিয়া কর্মীদের র্যাবের পরিচয় দিয়ে ক্ষতি করার হুমকি দিত। তারা বিভিন্ন গণমাধ্যমকে তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার না করার জন্য ভয় দেখায়। এসব ঘটনার খবর জানতে পেরে র্যাব গোয়েন্দা অনুসন্ধান পরিচালনা করে এবং অবশেষে দুই প্রতারককে গ্রেপ্তার করে।+











