ভুয়া র‌্যাব সেজে চাঁদাবাজি

উখিয়ায় যুবক গ্রেপ্তার, স্বর্ণ ও নগদ টাকা উদ্ধার

টেকনাফ প্রতিনিধি  | মঙ্গলবার , ২৫ জানুয়ারি, ২০২২ at ৮:১৯ পূর্বাহ্ণ

উখিয়ার বালুখালী এলাকা থেকে সুমন মুন্সি নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব১৫। গত রোববার বিকাল পৌনে ৫টার দিকে র‌্যাব জ্যাকেট পরিহিত অবস্থায় তাকে ধরা হয়। এসময় নকল র‌্যাব আইডি কার্ড, একটি হ্যান্ডকাপ ও চাঁদাবাজি করে আদায়কৃত একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের রিং ও নগদ টাকাও উদ্ধার করা হয়।

র‌্যাব১৫ কক্সবাজার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সোমবার এতথ্য নিশ্চিত করা হয়। এতে উল্লেখ করা হয়, উখিয়া থানার পালংখালী ইউনিয়নের বালুখালী বাজারে বিভিন্ন দোকানে একজন ব্যক্তি র‌্যাব পরিচয় দিয়ে চাঁদা দাবি করছিল। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে রোববার বিকাল পৌনে ৫টার দিকে র‌্যাবের একটি দল ওই এলাকায় যায়। এসময় র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পলায়নের চেষ্টাকালে সুমন মুন্সিকে (৩০) র‌্যাব জ্যাকেট পরিহিত অবস্থায় আটক করা হয়। সে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নের ৫ নং ওয়ার্ড রাজপাট গ্রামের আকবর আলী মুন্সির ছেলে।

পরে তার দেহ তল্লাশি করে একটি ভুয়া র‌্যাব আইডি কার্ড, একটি হ্যান্ডকাপ ও চাঁদাবাজি করে আদায়ক স্বর্ণের চেইন, স্বর্ণের রিং ও নগদ ৪ হাজার ১শ টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামি জানায়, সে একজন চাকরিচ্যুত সেনা সদস্য এবং সে দীর্ঘদিন যাবৎ র‌্যাব সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন এলাকা থেকে চাঁদাবাজি করে অর্থ ও সম্পত্তি আদায় করে আসছে। র‌্যাব১৫ কক্সবাজার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসমলয় বোরো ধান রোপণ চাষাবাদ প্রদর্শনী উদ্বোধন
পরবর্তী নিবন্ধসাবেক মেয়য়ের ওপর হামলাকারী দুজন আটক