ভুয়া এনআইডি কার্ড ও জন্মনিবন্ধনে প্রতারণা

চান্দগাঁওয়ে যুবক গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও এলাকা থেকে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন সনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরির সরঞ্জামসহ প্রদীপ দাশ (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত রোববার সন্ধ্যায় তাকে আটক করে র‌্যাব। পরে মামলা দিয়ে তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়। গতকাল সোমবার মহানগর হাকিম আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গ্রেপ্তার হওয়া প্রদীপ দাশ পটিয়া থানাধীন আজিমপুর গ্রামের মৃত কাজল দাশের ছেলে।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, গ্রেপ্তার প্রদীপ দীর্ঘদিন ধরে চান্দগাঁও এলাকার একটি টেলিকমের দোকানে ব্যক্তিগত কম্পিউটারে বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরি করে প্রতারণাসহ জালিয়াতির উদ্দেশ্যে তথ্য সংরক্ষণ ও বহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই টেলিকমের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অসংখ্য ভুয়া এনআইডি কার্ডসহ বিভিন্ন সনদ বানানোর সরঞ্জাম উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরনের ভুয়া সনদপত্র তৈরির কথা স্বীকার করেন প্রদীপ। সে দীর্ঘদিন যাবৎ তার ব্যবহৃত কম্পিউটারের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি করে আসছে বলে জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গাকে জাতীয়তা সনদ দেয়ার অভিযোগ মেখলের চেয়ারম্যানের বিরুদ্ধে
পরবর্তী নিবন্ধদেশে এক দিনে বেড়েছে শনাক্ত সঙ্গে মৃত্যুও