ভুয়া আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে শহরে ডাকাতি ও অপহরণ করে তারা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৩ অক্টোবর, ২০২৫ at ৭:৫৩ পূর্বাহ্ণ

নগরে অপহরণ ও ডাকাতি চক্রের মূল হোতাসহ চার সদস্যকে গ্রেপ্তার করেছে ডবলমুরিং থানা পুলিশ। ধৃতরা হচ্ছেনআলমগীর, বাবর আলী, সুমন ও মূল হোতা আবুল হাশেম। গত শনিবার তাদের গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে অপহরণের কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়।

ডবলমুরিং থানার ওসি মো. বাবুল আজাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে শহরে ডাকাতি ও অপহরণ চালিয়ে আসছিল। পুলিশ জানান, গত ১০ অক্টোবর ভোরে পাহাড়তলীতে ব্যাটারিচালিত রিকশা চালক খুরশীদ আলমকে অপহরণ করে তার রিকশা ছিনিয়ে নেয় চক্রটি। এ ঘটনায় অভিযান চালিয়ে প্রথমে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে আরও তিনটি রিকশা উদ্ধার করা হয়। পরবর্তীতে বাবর আলী, সুমন ও মূল হোতা আবুল হাশেমকে গ্রেপ্তার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধআড়াই টন ইলিশসহ ৪ নৌকা জব্দ
পরবর্তী নিবন্ধপাক-আফগান সীমান্তে তুমুল সংঘর্ষ