ভুল রোল নম্বর লিখে ভর্তি হতে পারেনি চবিতে

চবি প্রতিনিধি | সোমবার , ২২ নভেম্বর, ২০২১ at ১০:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ডি-১ উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় নিজের রোল না লিখে, অন্যজনের রোল নম্বর লিখেছেন এক পরীক্ষার্থী। যার কারণে পরীক্ষায় উত্তীর্ণ হলেও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারেননি ওই শিক্ষার্থী। ভুলে যার রোল নম্বর লিখেছেন তার নাম আফসারা তাসনিয়া। আফসারা তাসনিয়া ডি-১ উপ-ইউনিটে আবদেন করলেও পরীক্ষায় অংশ নেননি। গত বুধবার ব্যবহারিক পরীক্ষার জন্য খুদেবার্তা পাঠানো হলে বিষয়টি তাসনিয়ার দৃষ্টিগোচরে আসে।
জানা যায়, গত ৫ নভেম্বর বিকেলে ডি-১ উপ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ৬ নভেম্বর রাতে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। যেখানে ৪৯২৫৬১ রোলটি উত্তীর্ণদের তালিকায় আছে। তবে এই রোল নম্বরধারী পরীক্ষার্থী আফসারা তাসনিয়া ওই পরীক্ষায় অংশই নেননি।
আফসারা তাসনিয়া জানান, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি-১ উপ ইউনিটে আবদেন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করিনি। কিন্তু গত বুধবার বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক খুদেবার্তায় জানানো হয় আমি ২০ ও ২১ নভেম্বরের ডি-১ উপ ইউনিটের ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য। পরবর্তী সময়ে আমি মেধা তালিকা যাচাই করে দেখি আমার রোল মেধা তালিকায় রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ খায়রুল ইসলাম বলেন, আমাদের কাছে ইউনিট কো-অর্ডিনেটররা ফলাফল তৈরি করে পাঠান, আমরা সেটা শুধু প্রকাশ করি।
ডি-১ উপ ইউনিটের কো-অর্ডিনেটর ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী আজাদীকে বলেন, ৪৯২৫৬১ রোলটি একটি মেয়ের আর ৪৯২৫৬২ রোলটি একটি ছেলের। পরীক্ষায় ৪৯২৫৬১ রোলধারী অংশ নেয়নি কিন্তু ৪৯২৫৬২ রোলধারী অংশ নিলেও নিজের রোল নম্বর ভুল করেছে। যার কারণে যে পরীক্ষায় অংশ নেয়নি তার কাছে বার্তা চলে গিয়েছে।
তিনি বলেন, আমাদের ফলাফল তৈরি করার অটোমেশন রোল নম্বর কাউন্ট করে। যার কারণে যে রোল ছিল তার নামে চলে গিয়েছে। আমরা এটা যাচাই করে দেখেছি। ছেলেটার অ্যাপ্লিকেশন আইডি ঠিক ছিল।

পূর্ববর্তী নিবন্ধকোরিয়া থেকে এসেছে রেলের নতুন আরো ১০ ইঞ্জিন
পরবর্তী নিবন্ধনগর স্বেচ্ছাসেবক দলের দুই নেতা কারাগারে