ভুল পদবী ব্যবহার করে দাঁতের চিকিৎসা, একলাখ টাকা জরিমানা

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:২৩ পূর্বাহ্ণ

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে হাটজাজারী পৌরসভার হাটহাজারী বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মসিউজ্জামান জানান, পৌরসভায় ফেয়ার বেল ডায়াগনস্টিক কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম ও অন্যান্য অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে এস ডেন্টাল কেয়ারের বিজয় কুমার দে কে ভুল পদবী ব্যবহার করে ডেন্টাল কার্যক্রম পরিচালনার দায়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় হাটহাজারী উপজেলা প্রশাসন।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
পরবর্তী নিবন্ধরিহ্যাব নির্বাচনে ঐক্য পরিষদের একচেটিয়া জয়