ভুল তথ্য প্রচার জলবায়ু সঙ্কটকে আরো জটিল করে তুলছে

জিওয়াইএলসি ও বিওয়াইএলসির অনুষ্ঠানে বক্তারা

| রবিবার , ২৭ অক্টোবর, ২০২৪ at ৫:৫৩ পূর্বাহ্ণ

বর্তমানে বিশ্বব্যাপী নানান সংস্থা জলবায়ু বিপর্যযের ক্রমবর্ধমান জরুরি অবস্থা মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। তারই পরিপ্রেক্ষিতে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টিকটক, গ্লোবাল ইউথ লিডারশিপ সেন্টার (জিওযাইএলসি) এবং বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)’র সহযোগিতায় টিকটক ফর ক্লাইমেট অ্যাকশন নামে একটি প্রকল্প পরিচালনা করছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের মধ্যে জলবায়ু সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং দিকনির্দেশনা প্রদানের জন্য বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার চট্টগ্রাম নগরীতে ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ভ্রান্ত ধারণার প্রতিহতকরণ’ শীর্ষক সর্বশেষ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনার আলোচ্য বিষয় ছিল জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নানান ভুল ও ভ্রান্ত ধারণাকে প্রতিকারে করণীয় বিভিন্ন বিষয় সম্পর্কে। আলোচনায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর প্রজেক্ট ডিরেক্টর ড. শিতল কুমার নাথ বলেন, জলবায়ু পরিবর্তন সম্পর্কিত আমাদের প্রাথমিক জ্ঞানের স্বল্পতা ভুল তথ্য প্রচারের অন্যতম কারণ যা জলবায়ু সঙ্কটকে আরো জটিল করে তুলছে। তাই জলবায়ুর ক্ষতিকর প্রভাব কমানোর জন্য জলবায়ু সম্পর্কিত তথ্য, আইন, পলিসি সম্পর্কে সঠিক তথ্য প্রচারে সরকারি পর্যায়ে আরও গুরুত্বারোপ করা প্রয়োজন। পরিবেশ মানবাধিকার আন্দোলনপমা’র সাধারণ সম্পাদক সাংবাদিক আবসার মাহফুজ বলেন, সর্বস্তরের নাগরিক এবং সামাজিক সংগঠনসমূহের সচেতনতামূলক ও শিক্ষামূলক কার্যক্রম ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে জলবায়ু পরিবর্তন বিষয়ক ভুল তথ্য ও অপপ্রচার বন্ধ করা সম্ভব। আরো বক্তব্য দেন, ইপসার আফরা নাওয়ার রহমান। সমাপনী বক্তব্য দেন, হাবিবুল্লাহ তামিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার ব্যবস্থা করতে হবে
পরবর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদ প্রসঙ্গে