ভুল চিকিৎসা হলে কঠোর ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী

| মঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ at ৫:১০ পূর্বাহ্ণ

চিকিৎসকের হাতে কোনো রোগী ভুল চিকিৎসার শিকার হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেছেন, চিকিৎসা সেবা পেতে মানুষের যেন কোনো বিড়ম্বনার শিকার হতে না হয়, সেই লক্ষ্যে কাজ করছি। খবর বিডিনিউজের।

গতকাল সোমবার টাঙ্গাইলের মির্জাপুর কুমুদীনি কমপ্লেক্স পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। চিকিৎসকরা গ্রামে থেকে চিকিৎসা সেবা না দেওয়ার বিষয়ে মন্ত্রী বলেনে, গ্রামে চিকিৎসকদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়ার বিষয়ে তিনি কাজ করছেন। চিকিৎসা সেবা সারা দেশের গ্রামগঞ্জে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন দাবি করে সামন্ত লাল সেন বলেন, আমি যদি প্রতিটি হেলথ কমপ্লেক্স ও জেলার হাসপাতালগুলো সাবলম্বী করে গড়ে তুলতে পারি তাহলে গ্রামগঞ্জের কোনো রোগী চিকিৎসা নিতে ঢাকা বা চিটাগাং শহরে ভিড় করবে না।

মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতকে দুর্নীতিতে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সাংবাদিকদের সামনে কথা বলার সময় টাঙ্গাইলের সিভিল সার্জন মো. মিনহাজ উদ্দিনসহ কুমুদিনী কমপ্লেঙের কর্মকর্তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধবারইয়ারহাট থেকে চুরি হওয়া বাস ঢাকায় উদ্ধার, গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধমাস্টার রুহুল আমিন