ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

হাসপাতালে স্বজনদের উত্তেজনা

চন্দনাইশ প্রতিনিধি | সোমবার , ১১ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৪২ পূর্বাহ্ণ

চন্দনাইশে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জ্বরে আক্রান্ত এক রোগীর মৃত্যু নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। গতকাল সকালে উপজেলার দোহাজারী ন্যাশনাল হসপিটালে এ ঘটনা ঘটে।

জানা যায়, সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঝের পাড়ার কৃষক ইসলাম মিয়ার ৮ম শ্রেণী পড়ুয়া পুত্র এমদাদুল ইসলাম মিজবাহ (১৬) জ্বরে আক্রান্ত হলে গত শনিবার বিকেলে দোহাজারী ন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়। ওইদিন রাতে তার শরীরে ডেঙ্গু ও ম্যালেরিয়া পরীক্ষা করা হয় এবং ফলাফল নেগেটিভ আসে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. যীশু দাশ ওষুধের পাশাপাশি সেফট্রোন নামের একটি এন্টিবায়োটিক ইনজেকশন পুশ করেন। পরবর্তীতে গতকাল সকাল ৮টার দিকেও একই ইনজেকশন পুশ করা হয়। এদিকে ভুল চিকিৎসায় মেজবাহ মারা যাওয়ার বিষয়টি ছড়িয়ে পড়লে মিজবাহর আত্মীয়স্বজনরা হাসপাতালে এসে ভিড় করে এবং এক পর্যায়ে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মিজবাহ’র চাচা মোহাম্মদ ইসমাইল জানান, গত শনিবার সকালে তার ভাতিজা মিজবাহ’র জ্বর আসলে ওইদিন বিকেলে দোহাজারী ন্যাশনাল হসপিটালে ভর্তি করা হয়। সেখানে তার ডেঙ্গু ও ম্যালেরিয়া পরীক্ষা করা হয় এবং ফলাফল নেগেটিভ আসে এবং সেখানে চিকিৎসাধীনে ছিল। গতকাল রবিবার সকাল ৯টার সময় হাসপাতালে এসে দেখি মিজবাহ’র শ্বাসকষ্ট শুরু হয়েছে। এসময় তাকে অক্সিজেন দেয়ার জন্য বিষয়টি নার্স স্টেশনে জানায়, অক্সিজেন বের করার পরও তা লাগানোর মানুষ না থাকায় অক্সিজেন লাগাতে দেরি হয়। এর ১৫/২০ মিনিট পরই মিজবাহ মারা যায়। মিজবাহ খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে অধ্যয়নরত ছিল।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বিগত ৪/৫ দিন ধরে জ্বরে ভোগা মিজবাহ নামের ওই রোগীকে গত শনিবার বিকেলে হাসপাতালে ভর্তি করানো হয়। এর পরপরই চিকিৎসকরা ডেঙ্গু ও ম্যালেরিয়া পরীক্ষা করেন। ফলাফল নেগেটিভ আসে এবং চিকিৎসকরা জ্বরের চিকিৎসা চালান। পরে ভুল চিকিৎসায় মারা যাওয়ার একটি গুজব ছড়িয়ে পড়লে স্বজনরা উত্তেজিত হয়ে পড়েন। পরে তার স্বাভাবিক মৃত্যুর ব্যাপারটি স্বজনরা মেনে নেন।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এ ব্যাপারে মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হয়নি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় পোশাক কারখানায় আগুন
পরবর্তী নিবন্ধনিয়ে ‘অপপ্রচার’, গ্রেপ্তার হাবিব ৩ দিনের রিমান্ডে