ভুল করে ভুলে যেতে চাই

শাহিদা জাহান

| বৃহস্পতিবার , ১১ ডিসেম্বর, ২০২৫ at ৮:০৯ পূর্বাহ্ণ

ভুল করে হলেও ভুলে যেতে চাই তোমাকে,

স্মৃতির বোঝা আর কতকাল বয়ে বেড়াবো?

একটা একটা স্মৃতিতে ওঠে ধূসর ধোঁয়া,

সবকিছু হারিয়ে যাক অজানা মোহনায়।

তোমার ঠোঁটের হাসি, কথার মাধুর্য!

আজ হৃদয়ে শুধুই যন্ত্রণার উৎস।

সে দিনগুলো ভুলে যেতে চাই,

যেখানে কষ্ট ছিল, আর ছিলে শুধু তুমি।

তোমার আলতো ছোঁয়ার উষ্ণতা,

চোখের ছলছলে চাহনি, আত্মার মায়া!

সবই আমার কাছে এখন বিষাদের বেদনা,

এক অসমাপ্ত গল্পের করুণ কাহিনি।

আত্মার আর্তনাদ, হৃদয়মায়া,

হারানো স্মৃতি আজ বাতাসে ভেসে বেড়ায়!

ভোরের কোলাহলে, রাতের নিঃশব্দতায়,

আবার কখনো সূর্যের উত্তপ্ত আলোয়।

তাই আমার এই আত্মার আর্তনাদে,

দুঃখকষ্ট সব স্রোতের মতো মুছে যাক।

নতুন দিনের যাত্রায় একটাই কামনা!

থাকবে না কোথাও তোমার স্মৃতিচিহ্ন।

আমি আগুনে জ্বলতে চাই, তোমাহীন!

তোমার কোনো দোষ ছিল নাসব দোষ আমার।

তাই কষ্টগুলো একান্ত আমার হয়ে থাকুক,

আমার হৃদয়ের আঙিনায়।

পূর্ববর্তী নিবন্ধআচরণ
পরবর্তী নিবন্ধদেশে মানবাধিকার লংঘন প্রতিরোধে জাতীয় মানবাধিকার কমিশন আইন প্রণীত হচ্ছে