দক্ষিণ কোরিয়ায় সামরিক মহড়া চলাকালে দুটি যুদ্ধবিমান ফায়ারিং রেঞ্জের বাইরে বেসামরিক এলাকায় দুর্ঘটনাবশত ৮টি বোমা ফেলেছে বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। খবর বিডিনিউজের।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা ৪ মিনিটের দিকে পোচিওন শহরে ভুল করে ফেলা এসব বোমায় অন্তত ১৫ জন আহত হয়েছে, তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে গিয়ঙ্গি দু বুকবু দমকল বিভাগের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রাজধানী সিউল থেকে ৪০ কিলোমিটার উত্তরপূর্বে অবস্থিত পোচিওন উত্তর কোরিয়ার সীমান্তের খুবই কাছে। আহতদের মধ্যে দুই সেনা ও দুই বিদেশিও আছে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ। এই সংখ্যা বাড়তেও পারে।
বোমায় একটি গির্জাসহ ৮টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর দুটি কেএফ–১৬ বিমান এই ৫০০ পাউন্ড ওজনের এমকে ৮২ বোমাগুলো ফেলেছে। তার মধ্যে কেবল একটিই বিস্ফোরিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাদবাকি ৭টি অবিস্ফোরিত বোমা নিস্ক্রিয় করতে বোমা নিস্ক্রিয়কারী দল কাজ করছে বলে বিবিসিকে জানিয়েছে পোচিওন কর্তৃপক্ষ। কাছাকাছি এলাকার বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে।
সামরিক মহড়ার সময় কখনও কখনও বোমা বা গোলার শেল কাছাকাছি বেসামরিক এলাকায় পড়লেও, এসব ঘটনায় হতাহতের খবর বিরল। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, যুদ্ধবিমান থেকে দুর্ঘটনাবশত ফেলা বোমায় দুইজনের ঘাড়ে ও কাঁধে আঘাত লেগেছে।
আমাদের কেএফ–১৬ (যুদ্ধবিমান) অস্বাভাবিকভাবে এমকে–৮২ বোমার ৮টি শেল ফেলেছে। এগুলো ফায়ারিং রেঞ্জের বাইরে পড়েছে, বিবৃতিতে বলেছে দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী।
ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে তারা জানিয়েছে, এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়া হবে। স্থানীয় গণমাধ্যমগুলো একটি ভবনের ভাঙা জানালা ও গির্জার ক্ষতিগ্রস্ত ছাদের ছবি প্রকাশ করেছে।
বৃহস্পতিবার যে মহড়ার সময় ভুলে বেসামরিক এলাকায় বোমা পড়েছে, সেটি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ মহড়ার সঙ্গে সম্পর্কিত, বলেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা বাহিনী। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র আগামী ১০ থেকে ২০ মার্চ পর্যন্ত একটি যৌথ মহড়া করতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয মেয়াদে ক্ষমতায় বসার পর এটিই দুই দেশের মধ্যে প্রথম যৌথ মহড়া। এটি এমন এক সময় হতে যাচ্ছে যখন ওয়াশিংটন ও সিউল উভয়েই উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান সামরিক মিত্রতা নিয়ে উদ্বিগ্ন।