ভুলভাল নেই কোনখানে?
এতো ভুলচুক করছি ব‘লে
আমরা আজ এ জীবনে
ফ্যাসিবাদের মতো এতো
দ্বিধা–দ্বন্দ্ব আর সংশয়ের দিকে
অযাচিতভাবে এই নিজেদেরকে
অন্ধকারের দিকে শুধু হাতড়াচ্ছি!
আর ক্ষমতায়নের পথে সবাই
একপা, দু‘পা করে শুধু হাঁটছি!
আসলে নিজেদের স্বার্থসিদ্ধির
ব্যাপারে যেন সবাই
কেউ কাউকে এতটুকু ছাড় দিতে
বুঝি নারাজ ‘ভাই’!