ভুলভাল নেই কোনখানে

মোহাম্মদ ইসমাইল | সোমবার , ১৮ আগস্ট, ২০২৫ at ৮:৪৮ পূর্বাহ্ণ

ভুলভাল নেই কোনখানে?

এতো ভুলচুক করছি বলে

আমরা আজ এ জীবনে

ফ্যাসিবাদের মতো এতো

দ্বিধাদ্বন্দ্ব আর সংশয়ের দিকে

অযাচিতভাবে এই নিজেদেরকে

অন্ধকারের দিকে শুধু হাতড়াচ্ছি!

আর ক্ষমতায়নের পথে সবাই

একপা, দুপা করে শুধু হাঁটছি!

আসলে নিজেদের স্বার্থসিদ্ধির

ব্যাপারে যেন সবাই

কেউ কাউকে এতটুকু ছাড় দিতে

বুঝি নারাজ ‘ভাই’!

পূর্ববর্তী নিবন্ধওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ঐতিহাসিক স্থান এবং সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ ফ্রিমান্টল প্রিজন
পরবর্তী নিবন্ধশাহীনুর সরোয়ার : মঞ্চের আলোর এক অমল দীপ