মাগো তুমি কৃষ্ণচুড়া, শিমুল, পলাশ ফুলে,
সাজিয়ে ডালা ভোর বেলাতে আমায় দিও তুলে।
নাঙা পায়ে শহীদ মিনার ফুলে দেব ভরে
ভাষা শহীদ ওরা আছে বাঙালির অন্তরে।
যারা মা গো এনে দিল ভাষার অধিকার,
তোমার বুকে মাথা রেখে মা বলে ডাকার।
বাংলা আমার মায়ের ভাষা আমার অহংকার,
ভাষার জন্যে জীবন দিতে কে পেরেছে আর?
তাঁদের ভেবে বুকটা মা গো গর্বে উঠে ভরে,
কেমন করে থাকবো ভুলে বলো না কী করে!