বর্তমানে বাংলাদেশে বেকারত্বের হার অনেক বেশি। যে পরিমাণ মানুষ শিক্ষিত হচ্ছে, সে পরিমাণে তারা কর্মক্ষেত্রে যুক্ত হতে পারছে না। আর এই সুযোগটা কাজে লাগাচ্ছে কিছু অসাধু চক্র। তারা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে বেকার তরুণ–তরুণীদের থেকে হাতিয়ে নিচ্ছে বিপুল অংকের টাকা। এসব ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ হচ্ছে দেশের বিভিন্ন সাপ্তাহিক, অনলাইন ও কিছু জাতীয় দৈনিক পত্রিকায়। বিজ্ঞপ্তিতে থাকে মোটা অংকের বেতনসহ আকর্ষণীয় সব সুযোগ–সুবিধার লোভনীয় অফার। আর যারাই এই ফাঁদে পা–দিচ্ছে তারাই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাবলিক ট্রান্সপোর্ট, বিদ্যুতের খুঁটি এবং হাতে করে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচার করা হয় এসব ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। আর যারা এই অপরাধের সাথে জড়িত, তাদের মূল হোতারা সর্বদা থেকে যায় লোকচক্ষুর আড়ালে। ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তির ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকুন। চাকরি পাবার ক্ষেত্রে কখনও আর্থিক লেনদেন করবেন না।
ইমরান খান রাজ
দোহার,
ঢাকা