ভুটানকে হারিয়ে ফুটসালে জয় পেল বাংলাদেশ

| সোমবার , ১৯ জানুয়ারি, ২০২৬ at ১২:০৮ অপরাহ্ণ

থাইল্যান্ডের ব্যাংককে সাফ ফুটসালে বাংলাদেশ পুরুষ দল নিজেদের তৃতীয় ম্যাচে ভুটানের মুখোমুখি হয়েছিল। এতে ৪১ গোলে বাংলাদেশ জয়লাভ করে। ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ২০ গোলে এগিয়ে ছিল। দু’টি গোলই করেন মঈন। বিরতির পর ভুটান গোল করে খেলায় ফেরার চেষ্টা করে। ভুটানের একটি আক্রমণ পোস্টে লেগে ফেরত আসে। ভুটান সমতা আনতে না পারলেও বাংলাদেশ লিড অব্যাহত রাখে। ফয়সালের গোলে স্কোরলাইন ৩১ হয়। ইব্রাহিমের গোলে বাংলাদেশের জয় সুনিশ্চিত হয়। গতকাল ম্যাচের আগে বাংলাদেশের দলীয় পরিস্থিতি স্বাভাবিক ছিল না। সহঅধিনায়ক ইনতিশার মোস্তফাকে দল থেকে বাদ দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধবরইছড়ি ফুটবল একাডেমি লিগে মোহামেডান চ্যাম্পিয়ন
পরবর্তী নিবন্ধনাজিরহাট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী