এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ এর বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শক্তিশালী বাহরাইনের বিপক্ষে ড্র দিয়ে আসর শুরু করে বাংলাদেশ। এর পর ভুটানকে হারিয়েছে লাল-সবুজেরা। বাহরাইনের আরাদে আল মুহাররাক স্টেডিয়ামে সোমবার ‘বি’ গ্রুপের এই ম্যাচে ভুটানকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। ৩৩তম মিনিটে পিয়াস আহমেদ নোভার গোলে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ব্যবধান কমান সান্তা কুমার লিম্বু। সমতায় সময় গড়াতে থাকে। জেগে ওঠে পয়েন্ট হারানোর শঙ্কা। নির্ধারিত সময় শেষের দুই মিনিট বাকি থাকতে অবশেষে কাঙ্ক্ষিত জয়সূচক গোলের দেখা পায় বাংলাদেশ। ব্যবধান গড়ে দেন আশরাফুল হক আসিফ। প্রথম ম্যাচে বাহরাইনের সঙ্গে গোলশূন্য ড্র করা বাংলাদেশ দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে। ভুটানের পয়েন্ট ৩। ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে স্বাগতিক দল।