সাফ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবলে এবার ভুটানকে ৯-০ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা জিতেছিল ৮-০ গোলে। ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচ হ্যাটট্রিক করা সুরভী প্রীতি এই ম্যাচে করেছেন ডাবল হ্যাটট্রিক। এছাড়া গোল করেছেন মিতু,রিতু এবং আয়েশা আক্তার।
টানা তিন ম্যাচ হেরে ভুটান টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইতোমধ্যেই। ৯ নভেম্বর নেপালের বিপক্ষে ম্যাচটি ভুটানের জন্য শুধুই নিয়মরক্ষার। আগামী বুধবার নেপাল ভুটানকে হারালে ১১ নভেম্বর বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ম্যাচটিই মূলত হবে ফাইনাল।
শিরোপা জিততে সেই ম্যাচে নেপালকে হারাতেই হবে বাংলাদেশের। তবে শুধু জিতলেই চলবে না, স্বাগতিকদের এগিয়ে থাকতে হবে গোলের হিসেবেও। শেষ ম্যাচে বাংলাদেশ নেপালের মুখোমুখি হবে ১১ নভেম্বর।