ভুজপুরে তাণ্ডব ৭ বছরেও তিন হত্যা মামলার চার্জগঠন হয়নি

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর, ২০২১ at ১২:২১ অপরাহ্ণ

আলোচিত ভুজপুর তাণ্ডবের ঘটনায় ভুক্তভোগীদের দায়ের করা তিনটি হত্যা মামলার একটিতেও চার্জগঠন হয়নি। অথচ ঘটনার পর অতিক্রম হয়ে গেছে ৭ বছর। এর মধ্যে গতকাল বুধবার এক মামলার চার্জগঠনের জন্য দিন ধার্য ছিল কিন্তু তা হয়নি। আগামী ২৮ সেপ্টেম্বর এ মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। আরেক মামলায় আজ বৃহস্পতিবার চার্জগঠনের জন্য শুনানির দিন ধার্য রয়েছে। অপর মামলাটি এখনো ম্যাজিস্ট্রেট আদালতেই রয়ে গেছে। দ্রুত বিচার ট্রাইব্যুনালের একটি সূত্র আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেন।
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, তাণ্ডবের ঘটনায় হওয়া মামলা তিনটি একসাথেই চার্জগঠন হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাইব্যুনালে ইতিমধ্যে দুটি মামলা রয়েছে। বাকী একটি ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শীগ্রই এসে পৌঁছাবে। আরও জানায়, এ তিনটি মামলায় ২০১৪ সালের ১১ জুন আদালতে চার্জশিট দাখিল হয়। মামলার আাসামি সংখ্যা প্রায় সাতশর মতো। বর্তমানে আব্দুল্লাহ নামের একজন ছাড়া বাকীরা জামিনে ও পলাতক। ২০১৩ সালের ১১ এপ্রিল হরতালবিরোধী গাড়ি মিছিল বের করে ভুজপুরসহ আশেপাশের ছাত্রলীগ কর্মীরা। কাজিরহাট বাজারে মিছিলটি পৌঁছালে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা চালায় জামায়াত-শিবির ও হেফাজতে ইসলামের সমর্থকরা। একপর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয় ভুজপুর, কাজিরহাট, কালাইয়ার টেক, ন্যাশনাল স্কুল, আজিমপুর, ফকিরহাট, বাইন্যাপাড়া এলাকা। নিহত হয় আওয়ামী লীগ কর্মী ফারুক ইকবাল বিপুল, মো. রুবেল ও ফোরকান উদ্দিন। দুই শতাধিক ব্যক্তি আহত হয়। শতশত গাড়ি পুড়িয়ে দেয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্রকাশিত সংবাদের প্রতিবাদ
পরবর্তী নিবন্ধমাদক মামলায় ৫ বছরের সাজা যুবকের