সিনেমা নয়, ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। সমপ্রতি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি ও জামিন পাওয়া নিয়ে নতুন করে আলোচনায় আসেন তিনি। এরপর তরুণ গায়ক শেখ সাদীর সঙ্গে চিত্রনায়িকাকে জড়িয়ে বিনোদন জগতে নতুন গুঞ্জন চলছে। খবর বাংলানিউজের।
তবে এসব আলোচনাকে ছাপিয়ে এবার এক ভিন্ন আঙ্গিকে জীবনের এক অমূল্য কথা তুলে ধরেছেন তিনি। পরীমণি সামাজিকমাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় সেখানেই বললেন, ভীষণ প্রয়োজনে দেখবেন আপনি একদমই একা।
ফেসবুক স্ট্যাটাসে পরীমণি লেখেন, একজীবন যে কত অভিজ্ঞতার! একা একজন হয়ে ১০০ জনের কাজ, দায়িত্ব সামলানো কি যে নিদারুণ সুন্দর! আপনি ভাববেন, এই তো কত মানুষ আছে আপনার কাছে। আপনি যেমন থাকেন সবার হয়ে। পরীমণি বলেন, আপনার ভালো সময় উদযাপন বা উপভোগের লোকের যেমন অভাব পরে না ঠিক তেমনি আপনার নিজের দরকারে আপনি আপনার একাই সব–এটা বুঝে যাওয়া জীবনের সবচেয়ে দারুণ ব্যাপার। এখানে একটা বার আপনি উতরে গেলেন তো কে ঠেকায় আপনাকে আর।
এদিকে, সমপ্রতি চিত্রনায়ক নিরবের ‘গোলাপ’ সিনেমায় যুক্ত হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। প্রথমবারের মতো রুপালি পর্দা জুটি বাঁধছেন এই দুই তারকা। গেল মাসে ‘গোলাপ’ সিনেমার ফার্স্টলুক পোস্টার প্রকাশ পায়। যেখানে নিরবের দেখা মেলে পরীকে।