ভীষণ গরম!

নূ ক ম আকবর হোসেন | বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৮:০৫ পূর্বাহ্ণ

গরম গরম বললে হবে!

খুঁজতে হবে সমাধান;

সবাই মিলে গাছ লাগালে

তাতেই যদি পরিত্রাণ!

নির্ভরতায় গাছ ও মানুষ

সমান সমান জীবনভর

একলা ধরায় বেঁচে থাকা

অসম্ভব ও কষ্টকর।

অঙিজেনটা না পায় যদি

মানুষ বাঁচে তিন মিনিট

গাছের সারি বানায় এ গ্যাস

রাখতে মানুষ সুস্থ ফিট!

গাছ কেটেছি ভবন তুলে

ইট পাথরে সুখ খুঁজি

আর দেরি নয় লাগাই চারা

যদি নিজের লাভ বুঝি।

প্রতি জনে পাঁচটি করে

নিজে যদি গাছ তুলি

পৃথ্বী আবার শীতল হবে

বাঁচবে মানুষ প্রাণ খুলি।

পূর্ববর্তী নিবন্ধআহা সুখ, শান্তির মাতম
পরবর্তী নিবন্ধশিশুর আদর্শ জীবন গঠনে পারিবারিক শিক্ষা