ভীত হয়ে সরকার আমীর খসরুসহ জাতীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করছে

চট্টগ্রামের নেতাদের বিবৃতি

আজাদী প্রতিবেদন | শনিবার , ৪ নভেম্বর, ২০২৩ at ৫:০৪ পূর্বাহ্ণ

দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের চট্টগ্রামের নেতারা। গতকাল এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। এতে দাবি করা হয়, নেতৃত্বশূন্য করতেই সরকার আমীর খসরুসহ বিএনপির জাতীয় নেতৃবৃন্দকে ধারাবাহিকভাবে গ্রেপ্তার করে যাচ্ছে। রিমান্ডে নিয়ে নির্যাতন চালাচ্ছে। সরকার বিএনপির নেতৃত্বে চলমান অবরোধ কর্মসূচিতে ভীত হয়ে পড়েছে। তাই গ্রেপ্তারনির্যাতন চালিয়ে বিএনপির আন্দোলন দমন করার পাঁয়তারা করছে। বিবৃতিতে আমীর খসরুসহ ইতোপূর্বে চট্টগ্রামে গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দিয়ে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

বিবৃতিদাতারা হচ্ছেনবিএনপির ভাইসচেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর মো. নাছির উদ্দীন, চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগরের আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনামনগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি ও সাধারণ সম্পাদক জেলী চৌধুরী, কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর ও সদস্য সচিব কামাল পাশা নিজামী, ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।

এদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল শনিবার দুপুরে প্রবর্তক মোড়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে গোল পাহাড় মোড় এসে শেষ হয়।

মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান বলেন, আমীর খসরু মাহমুদ চেীধুরীর মত পরিচ্ছন্ন ইমেজের জাতীয় নেতাকে গ্রেপ্তার করে সরকার নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ করেছে। এতে সরকারের রাজনৈতিক পরাজয় হয়েছে। নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগর কৃষক দলের আহ্বায়ক মো. আলমগীর, মহানগর মামুনুর রহমান, মাঈনুদ্দিন রাশেদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধঅবরোধ হবে শান্তিপূর্ণ, উসকানিতে পা দেবেন না : রিজভী
পরবর্তী নিবন্ধযাত্রীবাহী বাসে মালিকবিহীন সোয়া ৪ কেজি হেরোইন