ভীতু হাবা

শাহী মোহাম্মদ ইলিয়াছ | মঙ্গলবার , ২৭ জানুয়ারি, ২০২৬ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চোখ থাকতেও অন্ধ আমি,

মুখ থাকতেও বোবা,

সব দেখেও নাদেখার ভানে

চলছি আমি হাবা।

চোখের সামনে ঘটছে কত,

হচ্ছে মানুষ গুম,

চুরি, ছিনতাই, খুনখারাবি

চলছে ধুমাধুম।

নিত্যদিনের এসব আজ

যেন পান্তা ভাত,

কোনোরকম পার করি দিন,

কোনোরকম রাত।

দেশটাযে আজ ভরে গেছে

সকল অপরাধে,

বললে কিছু, আমি হাবার

চোখ দুটিকে বাঁধে।

তাই তো আমি অন্ধ হলাম,

বোবা হলাম ভাই,

আমার মতো ভীতু মানুষ

এই জগতে নাই।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার মনসা বাদামতলে রোড ডিভাইডার বসানো হোক
পরবর্তী নিবন্ধছন্দপতন