চোখ থাকতেও অন্ধ আমি,
মুখ থাকতেও বোবা,
সব দেখেও না–দেখার ভানে
চলছি আমি হাবা।
চোখের সামনে ঘটছে কত,
হচ্ছে মানুষ গুম,
চুরি, ছিনতাই, খুন–খারাবি
চলছে ধুমাধুম।
নিত্যদিনের এসব আজ
যেন পান্তা ভাত,
কোনোরকম পার করি দিন,
কোনোরকম রাত।
দেশটাযে আজ ভরে গেছে
সকল অপরাধে,
বললে কিছু, আমি হাবার
চোখ দুটিকে বাঁধে।
তাই তো আমি অন্ধ হলাম,
বোবা হলাম ভাই,
আমার মতো ভীতু মানুষ
এই জগতে নাই।











