ভিয়েনা হামলার দায় স্বীকার আইএসের

| বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২০ at ৬:০৫ পূর্বাহ্ণ

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় হওয়া হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। মঙ্গলবার ভিয়েনার ছয় জায়গায় সশস্ত্র বন্দুকধারীরা গুলি চালিয়ে অন্তত চারজনকে হত্যা করে, আহত হয় বেশ কয়েকজন। আইএস তাদের আমাক বার্তা সংস্থায় দেওয়া এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করে সঙ্গে একজন অস্ত্রধারীর ছবি ও ভিডিও দিয়েছে। এই অস্ত্রধারীই ভিয়েনায় হামলা চালিয়েছে বলে ইঙ্গিত দিয়েছে তারা। খবর বিডিনিউজের।
টেলিগ্রামে প্রকাশিত ওই ছবিতে একজন দাড়িওয়ালা ব্যক্তিকে দেখানো হয়েছে এবং তাকে ‘আবু দাগনাহ আল-আলবানি’ বলে শনাক্ত করা হয়েছে। সে সোমবার পুলিশের গুলিতে নিহত হওয়ার আগে ভিয়েনার কেন্দ্রস্থলে পিস্তল ও মেশিনগান নিয়ে জনতার ওপর হামলা চালিয়েছে বলে ছবির সঙ্গে থাকা বিবৃতিতে বলা হয়েছে।
ছবিতে আলবানির এক হাতে একটি পিস্তল, অপর হাতে একটি মেশিনগান ও চাপাতি ধরা এবং তার আঙুলে পরা আংটিতে ‘মোহাম্মদ (সা.) আল্লাহর প্রেরিত দূত’ কথাটি লেখা আছে। আইএসের বিবৃতিসহ ছবি, ভিডিও প্রকাশের কয়েক মিনিট পর আমাকের পোস্ট করা আরেকটি ভিডিওতে আলবানিকে ইসলামিক স্টেটের নেতা আবু ইব্রাহিম আল হাশেমি আল কুরাইশির আনুগত্য প্রকাশ করতে দেখা গেছে। ভিডিওতে তিনি আরবিতে কথা বলছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাসী হামলার ‘গুরুতর’ হুমকিতে যুক্তরাজ্য
পরবর্তী নিবন্ধএপ্রিলের পর ফ্রান্সে রেকর্ড মৃত্যু