ভিয়েতনামে নিহত ৮, নিখোঁজ ১৭ জেলে

টাইফুন বুয়ালোই

| মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

ভিয়েতনামের উত্তরমধ্যাঞ্চল দিয়ে সোমবার প্রথম কয়েক ঘন্টায় স্থলে উঠে এসেছে টাইফুন বুয়ালোই। ঝড়টির প্রভাবে দেশটিতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে ও ১৭ জেলে নিখোঁজ রয়েছেন। এর পাশাপাশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ও বহু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। খবর বিডিনিউজের।

টাইফুনটির কারণে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। জলোচ্ছ্বাস ও বৃষ্টিতে উপকূলীয় অঞ্চলের বহু এলাকা তলিয়ে গেছে। দেশটির জাতীয় আবহাওয়া পূর্বাভাস সংস্থার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে টাইফুনটি এনহে আন প্রদেশের উপরে ছিল। এখানে স্থলে উঠে আসার পর ঝড়টি কিছুটা দুর্বল হয়ে পড়ে। এর সর্বোচ্চ বাতাসের বেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার থেকে কমে ৮৮ কিলোমিটারে নেমে আসে। স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ ঝড়টি আরও দুর্বল হয়ে ঘণ্টায় ৭৪ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে প্রতিবেশী লাওসের দিকে এগিয়ে যাচ্ছে।

স্থলে উঠে আসার আগে বুয়ালোই কয়েক ঘণ্টা ধরে ভিয়েতনামের উপকূলরেখা বরাবর এগিয়ে যায়। এতে উপকূলে আট মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়ে। ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, হিউ শহরে বন্যার পানিতে ডুবে একজনের, থান হোয়া প্রদেশে গাছ উপড়ে পড়ে আরেকজনের মৃত্যু হয়েছে। কোয়াং ট্রি প্রদেশের উপকূলে প্রবল ঢেউয়ে চারটি মাছ ধরার নৌকা ডুবে ১৭ জেলে নিখোঁজ হয়েছেন। টাইফুন স্থলে উঠে আসার আগে দেশটির সরকার ঝড়ের পথ বরাবর উপকূলীয় অঞ্চলগুলো থেকে ২৮৫০০ মানুষকে সরিয়ে নেয়। ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় প্রদেশগুলোর চারটি বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় কয়েকশ ফ্লাইট বাতিল অথবা সূচীতে বিলম্ব ঘটছে। টাইফুন বুয়ালোইয়ের কারণে শনিবার থেকে ভিয়েতনামের অধিকাংশ এলাকায় ভারি বৃষ্টি হচ্ছে। কর্তৃপক্ষ মারাত্মক বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করেছে। আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, রোববার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে। গত সপ্তাহে বুয়ালোই ফিলিপিন্সে আঘাত হানার পর সেখানে অন্তত ১০ জনের মৃত্যু হয়। দক্ষিণ চীন সাগর বরাবর ভিয়েতনামের একটি দীর্ঘ উপকূলরেখা থাকায় দেশটি প্রায়ই প্রাণঘাতী টাইফুনের কবলে পড়ে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথমবার ধান ফলেছে ব্রিটেনে
পরবর্তী নিবন্ধথাইল্যান্ডে সিকদার পরিবারের ৭ কোম্পানির সম্পদ অবরুদ্ধের আদেশ