ভিয়েতনামে টাইফুন বুয়ালোইয়ে মৃত্যু বেড়ে ৫১

| শনিবার , ৪ অক্টোবর, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

টাইফুন বুয়ালোই এবং এর কারণে সৃষ্ট বন্যায় ভিয়েতনামে মৃত্যু বেড়ে ৫১ তে দাঁড়িয়েছে বলে দেশটির সরকারের এক প্রতিবেদনে জানানো হয়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে ব্যাংকগুলোকে তাগাদাও দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সোমবার উত্তরমধ্য ভিয়েতনামের উপকূল দিয়ে স্থলে উঠে আসা বুয়ালোইয়ের ফলে বিশাল বিশাল সব সামুদ্রিক ঢেউ, তীব্র বাতাস ও প্রবল বৃষ্টির সাক্ষী হয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি। আহত হয়েছে ১৬৪ জন, ১৪ জন এখনও নিখোঁজ।

গতকাল শুক্রবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রতিবেদনে হতাহতের সর্বশেষ এ তথ্য জানানো হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধভিন্ন স্বাদের দুই সিনেমা প্রেক্ষাগৃহে
পরবর্তী নিবন্ধট্রাম্পকে পাল্টা জবাব পুতিনের, তাহলে নেটোই কাগুজে বাঘ?