ভিসা সিগনেচার কার্ড চালু করলো এনসিসি ব্যাংক

| বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২০ at ১১:৫৯ পূর্বাহ্ণ

ভিসা সিগনেচার কার্ড চালু করলো এনসিসি ব্যাংক। ঢাকাস্থ এনসিসি ব্যাংক ভবনে গতকাল বুধবার এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আবু মহসীন। এ সময় ভাইস চেয়ারম্যান মো. আবুল বাশার, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) খন্দকার নাইমুল কবির, এসইভিপি ও হেড অব অপারেশন্স মুহাম্মদ এইচ কাফী, ইভিপি ও কোম্পানি সচিব মো. মনিরুল আলম, এসভিপি ও হেড অব কার্ডস্‌ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। চেয়ারম্যান এস এম আবু মহসীন বলেন, এনসিসি ব্যাংক বিভিন্ন সেবার মাধ্যমে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ভিসা সিগনেচার কার্ড সেবা চালু করেছে যার মাধ্যমে গ্রাহকরা তাৎক্ষণিক নগদ টাকা উত্তোলন, স্বল্পসুদে বিভিন্ন মেয়াদে স্মার্ট পে সেবাসমূহ, কেনা-কাটায় বিশেষ মূল্য সুবিধাসহ বিভিন্ন লাইফ স্টাইল সুবিধা পাবেন। এনসিসি ব্যাংক শুধু মুনাফা করে না বরং গ্রাহক সন্তুষ্টির জন্য বিভিন্ন প্রযুক্তি নির্ভর পণ্যসেবা অন্তর্ভূক্তির মাধ্যমে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্কুল শিক্ষকের
পরবর্তী নিবন্ধহারুনুর রশীদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ