ভিসা জালিয়াতিতে জড়ালে যুক্তরাষ্ট্রে কোনোদিনই প্রবেশের অনুমতি মিলবে না বলে সতর্ক করেছে ঢাকায় মার্কিন দূতাবাস। গতকাল সোমবার সকালে দূতাবাসের ফেসবুক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।
যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সরকারি সংস্থা ও বিভাগের সমন্বয়ে ভিসা জালিয়াতদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে জানিয়ে এ বার্তায় বলা হয়, যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হবে। খবর বিডিনিউজের।
কোনো দেশের সীমান্ত সুরক্ষিত না থাকলে, সেই জাতি টিকে থাকতে পারে না মন্তব্য করে দূতাবাস বলেছে, যারা ভিসা জালিয়াতিতে অংশ নেয় বা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।