ভিসা কনজিউমার প্রিপেইড কার্ড চালু করলো এনসিসি ব্যাংক

| বৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

গ্রাহকদের জন্য রিলোডেবল ভিসা কনজিউমার প্রিপেইড কার্ড চালু করেছে এনসিসি ব্যাংক। গত মঙ্গলবার এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার, ভাইস চেয়ারম্যান সোহেলা হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনসহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ এবং ভিসা ও আইটি কন্সাল্টেন্টস্‌ লিঃ এর ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ কেক কেটে ভিসা কনজিউমার প্রিপেইড কার্ডটির আনুষ্ঠানিক কার্যক্রম চালু করেছেন।

উল্লেখ্য, অত্যাধুনিক এই প্রিপেইড কার্ডটি এনএফসি প্রযুক্তি এবং ইএমভি চিপ সম্বলিত যা প্রথাগত ডেবিট ও ক্রেডিট কার্ডের একটি বিকল্প। এর আকর্ষণীয় এবং উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে জিরো অ্যানুয়াল ফি, দেশীয় ও আন্তর্জাতিক কেনাকাটায় ১% ক্যাশব্যাক এবং এনসিসি ব্যাংক ও সারদেশের এনপিএসবি ও ভিসা নেটওয়ার্ক সম্বলিত এটিএম এ নগদ উত্তোলনের ক্ষেত্রে সম্পূর্ণ চার্জ ফ্রি। এছাড়াও, প্রিপেইড কার্ডের গ্রাহকগণ এনসিসি ব্যাংকের অসংখ্য অনলাইন এবং অফলাইন মার্চেন্টে নিয়মিত মূল্যছাড় ও অন্যান্য সুবিধাদি পাবেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটিইউসি শিপ ব্রেকিং শাখার সভা
পরবর্তী নিবন্ধপ্রয়াত নেতাদের কবরে দক্ষিণ জেলা আ.লীগের নতুন কমিটির শ্রদ্ধাঞ্জলি