ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া খতিয়ে দেখার নির্দেশ যুক্তরাষ্ট্রের

| মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন, এমন বিদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে। খবর বাংলানিউজের।ফ্যাক্টচেকিং, কনটেন্ট মডারেশন, ভুল তথ্য প্রতিরোধ বা অনলাইন নিরাপত্তায় কাজ করেছেন এমন ব্যক্তিরাও নতুন নীতির আওতায় পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ নির্দেশনার বিষয়ে প্রথমে বার্তা সংস্থা রয়টার্স এবং পরে এনপিআর প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাসগুলোকে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে, যুক্তরাষ্ট্রে সুরক্ষিত মতপ্রকাশ বা ফ্রি স্পিচ দমনকারী বা তাতে জড়িত ব্যক্তিদের ভিসা আবেদন অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে।

চিঠিতে ভিসা আবেদনকারীদের অতিরিক্ত যাচাইবাছাইয়ের কথাও উল্লেখ রয়েছে। বিশেষ করে যাদের ভুল তথ্য ও বিভ্রান্তি, কনটেন্ট মডারেশন, ফ্যাক্টচেকিং, ট্রাস্ট অ্যান্ড সেফটি বা অনলাইন নিরাপত্তার মতো কাজে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া যাবে। দূতাবাস কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, আবেদনকারীর লিংকডইন প্রোফাইলসহ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের লেখালেখি বা সংশ্লিষ্ট প্রকাশনা থাকলে তা খতিয়ে দেখতে।

পূর্ববর্তী নিবন্ধনাইজেরিয়ায় অপহৃত ১০০ স্কুলশিক্ষার্থী উদ্ধার
পরবর্তী নিবন্ধসীমান্ত সংঘষর্ : কম্বোডিয়ায় বিমান হামলা থাইল্যান্ডের