বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতির হোতা ভিয়েতনামের সেই নারী ধনকুবের ট্রুং মাই ল্যান তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে করা আপিলে হেরে গেছেন। মঙ্গলবার লানের আপিল আবেদন খারিজ করে তার মৃত্যুদণ্ড বহাল রেখেছে আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় চলতি বছরের এপ্রিলে আদালত আবাসন কোম্পানি ভান থিন ফাত হোল্ডিংস গ্রুপের চেয়ারপারসন লানের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিল। খবর বিডিনিউজের।
বিচারে দেখা গিয়েছিল, লান গোপনে ভিয়েতনামের পঞ্চম বৃহত্তম ঋণদাতা প্রতিষ্ঠান সাইগন কমার্শিয়াল ব্যাংক নিয়ন্ত্রণ করতেন। শেল কোম্পানির মাধ্যমে তিনি ১০ বছরেরও বেশি সময় ধরে ৪ হাজার ৪শ’ কোটি ডলার ঋণ নিয়েছেন এবং অর্থও আত্মসাৎ করেছেন। কৌঁসুলিরা বলছেন, এর মধ্যে ২ হাজার ৭০০ কোটি ডলারের অপব্যবহার হয়েছে এবং ১২’শ কোটি ডলার আত্মস্যাৎ করা হয়েছে। ভিয়েতনামের ইতিহাসে এটিকে সবচেয়ে বড় আর্থিক জালিয়াতি হিসাবেই দেখা হয়। আর এই গুরুতর অপরাধের সাজা হিসাবেই লানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে দেওয়া আদালতের রায় ছিল বিরল। কারণ, ভিয়েতনামে খুব কম নারীরই এ ধরনের জালিয়াতির অপরাধে মৃত্যুদণ্ড হয়। মঙ্গলবার হো চি মিন সিটির আদালত লানের মৃত্যুদণ্ড বহাল রাখার রায় দিয়ে বলেছে, মৃত্যুদণ্ডের সাজা কমানোর কোনও যৌক্তিকতা নেই। তবে ভিয়েতনামের আইন অনুযায়ী, লান যদি আত্মসাৎ করা ১২শ’ কোটি ডলার অর্থের ৭৫ শতাংশ (৯০০ কোটি ডলার) ফেরত দিতে পারেন, তাহলে তার শাস্তি কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। লান এবারই যে, তার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে চূড়ান্ত আপিল করেছেন তা নয়। তিনি এখনও প্রেসিডেন্টের ক্ষমার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছে বিবিসি।