ভিবিডি-সিইউএসএসের পোস্টার প্রেজেন্টেশন কর্মশালা সম্পন্ন

| শনিবার , ২৭ আগস্ট, ২০২২ at ৭:৫৫ পূর্বাহ্ণ

তরুণদের সৃজনশীলতা ও গবেষণা ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে গত ২৫শে আগস্ট ভিবিডি চট্টগ্রাম জেলা, চিটাগাং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের যৌথ উদ্যোগে ‘পোস্টার প্রেজেন্টেশন’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করা হয়। সর্বমোট ৫০ জন সদস্য নিয়ে কর্মশালাটি সম্পন্ন হয়।
উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন চিটাগাং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটির চ্যাপ্টার সভাপতি তাহমিদা সামশুদ্দীন। তিনি পোস্টার প্রেজেন্টেশন এবং ওরাল প্রেজেন্টেশনের উপর কর্মশালাটি পরিচালনা করেন। কর্মশালা শেষে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। যেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে মো. রাফি উদ্দিন, নুসরাত জাহান তানি ও এলিসা স্বর্ণা চৌধুরী।
ভিবিডি চট্টগ্রাম জেলার সভাপতি মোহাম্মদ রাজু ইসলাম, সহ-সভাপতি মাইশা ইসলাম, সাধারণ সম্পাদক কিশোয়ার নাজ সুজানা, আনসারুল হক মাহমুদ, মোহাম্মদ ইমরান হোসাইন, সাইফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে, কমিটি সদস্য ফারজানা আক্তার রাখির নেতৃত্বে ও স্পীকারস কাউন্সিলের সার্বিক সহযোগিতায় উক্ত কর্মশালাটি সুন্দরভাবে সম্পন্ন হয়।
উক্ত কর্মশালায় চিটাগাং ইউনিভার্সিটি সায়েন্টিফিক সোসাইটি থেকে উপস্থিত ছিলেন সহকারী সাধারণ সম্পাদক মুনিরা আক্তার, এলিসা স্বর্ণা চৌধুরী, ইসরাত জাহান ইলা, আব্দুল মুহাইমেন জামিল ওয়াসি। এছাড়াও উপস্থিত ছিলেন ভিবিডি চট্টগ্রাম জেলা এলামনাই সদস্য রিফাত সামির, নাভিদ নেওয়াজ ও মোহাম্মদ শাফিন আরশাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক মাসের মধ্যেই বিদ্যুতের সমস্যার সমাধানের চেষ্টা হচ্ছে : প্রতিমন্ত্রী
পরবর্তী নিবন্ধহতদরিদ্রের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগাং ড্রিম সিটি