ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ভিবিডি) চট্টগ্রাম জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান গত ২০ ডিসেম্বর চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আহনাফ সাফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
তাহসিনা আরশি ও আসিফুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন জয়নাল আবেদীন, ইমরান কবির, রাফি উদ্দিন প্রমুখ। ভিবিডি’র ২০তম বোর্ডের উদ্যোগে অনুষ্ঠানে ১৫০ জনের অধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ৩৩ জন কমিটি মেম্বারের আনুষ্ঠানিক পরিচিতির পর তাদের অভিষেক উদযাপন করা হয়। এরপর সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি সারাবছর যারা স্বেচ্ছাসেবায় অনন্য ভূমিকা রেখেছেন, তাদের পুরস্কৃত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।