বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নবায়নযোগ্য শক্তি হিসেবে সৌর বিদ্যুতের ব্যবহার বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। গতকাল শনিবার ভলান্টিয়ার ফর বাংলাদেশ ভিবিডি চট্টগ্রাম জেলার উদ্যোগে এবং সেইভ ইয়ুথের ইকো সেভিয়র প্রজেক্টের সহযোগিতায় সিআরবিস্থ রেলওয়ে হাসপাতাল কলোনি লায়লা করিম প্রাথমিক বিদ্যালয়ে ‘ সোলার স্কুল’ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে বিদ্যালয়টিতে তিনটি সোলার ফ্যান স্থাপন করা হয়। যা সৌর বিদ্যুতের সাহায্যে চলবে। এছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা বিদ্যালয়ের প্রায় ৪০ জন শিক্ষার্থীদের উপস্থিতিতে সম্পন্ন হয়। উল্লেখ্য, সোলার স্কুল কার্যক্রমটির নেতৃত্ব দেন ভিবিডি চট্টগ্রাম জেলার কমিটি সদস্য ইমরান হোসাইন। উপস্থিত ছিলেন শওকত আরাফাত, জিয়াউল হক সোহেল, মোদ্দাচ্ছির হোসাইন, সুজয় বড়ুয়া, জিনান, কিশোয়ার নাজ সুজানা প্রমুখ। সোলার ফ্যান স্থাপনে সহযোগিতা করেন আইআইইউসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক এবং ভিবিডি চট্টগ্রাম জেলার আই আর রাশেদ রনি। প্রেস বিজ্ঞপ্তি।