চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে চাকসু নির্বাচন কমিশন। ভিপি পদে লড়বেন ২৪ প্রার্থী জিএস পদে ২২। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। যার মধ্যে চাকসুতে ৪১৫ এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাকসুর অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।
চাকসুর ওয়েবসাইটের তথ্যমতে, চাকসু ও হল সংসদ নির্বাচনে ভিপি পদে ২৪ জন, জিএস পদে ২২ জন, এজিএস পদে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জন, সহ–খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১৪ জন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৭ জন, সহ–সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা পদে ১৫ জন, দফতর সম্পাদক পদে ১৭ জন, সহ–দফতর সম্পাদক পদে ১৪ জন, ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১৩ জন, সহ–ছাত্রী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে ১১ জন।
গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা ও পরিবেশবিষয়ক সম্পাদক পদে ২০ জন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক পদে ১৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক পদে ১৭ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১৬ জন, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ১৭ জন, সহ–যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক পদে ১৪ জন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ৯ জন, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ২০ জন ও নির্বাহী সদস্য পদে ৮৫ জনসহ মোট ৪১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে হল সংসদ নির্বাচনে ছেলে ও মেয়েদের ১৪টি হলে মোট প্রার্থী ৪৭৩ জন এবং হোস্টেল সংসদে ২০ জন। সর্বমোট ৪৯৩ জন প্রার্থী। ছাত্র হলে ৩৫০ ও ছাত্রী হলে ১২৩ জন। ছেলেদের এএফ রহমান হলে ৩৮, আলাওল হলে ৩২, অতীশ দীপংকর হলে ৩৭, শাহ আমানত হলে ৪৩, শহীদ ফরহাদ হোসেন হলে ৪৫, মাস্টার দা সূর্যসেন হলে ৩৭, শহীদ আব্দুর রব হলে ৩১, শাহজালাল হলে ৩৪, সোহরাওয়ার্দী হলে ৫৩ জন প্রার্থীসহ মোট ৩৫০ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে মেয়েদের বিজয় ২৪ হলে ২৮, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ৩০, নওয়াব ফয়জুন্নেসা হলে ১৭, প্রীতিলতা হলে ২৬, শামসুন্নাহার হলে ২২ জনসহ মোট ১২৩ জন প্রার্থী চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন। শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলে ২০ জন প্রার্থীর নাম চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে। চাকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা প্রার্থীদের মধ্যে ৪৭ জন নারী প্রার্থী আর বাকিরা ছেলে প্রার্থী।
চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭,৬৩৪ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১৬,৮৪৮ জন এবং নারী ভোটার ১১,৩২৯ জন। নির্বাচনের সামগ্রিক বিষয়ে জানতে চাইলে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আজ (গতকাল) প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ব্যালট নাম্বার নির্ধারন করা হয়েছে। এখন শুধু নির্বাচন বাকি। আশা করি, শিক্ষার্থীদের আমরা সুন্দর একটি নির্বাচন উপহার দিতে পারব।
ডোপ টেস্টে সবাই পাস : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) ও ডোপ টেস্ট কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের কাছে এই রিপোর্ট হস্তান্তর করেন। এসময় চবি উপ–উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান উপস্থিত ছিলেন।
ডোপ টেস্ট কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব জানান, নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া মোট ৯৩৬ জন শিক্ষার্থী ডোপ টেস্টের জন্য নমুনা প্রদান করেছিলেন। পরীক্ষা শেষে সবার রিপোর্ট নেগেটিভ এসেছে।
এসময় আরও উপস্থিত ছিলেন ডোপ টেস্ট কমিটির সদস্য ও চবি মেডিকেল সেন্টারের সহকারী রেজিস্ট্রার জুলহাস উদ্দিন মিঞা, মেডিকেল টেকনোলজিস্ট মোাহীদুর রহমান খান এবং এবিএম ইউসুফ।