বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, গণঅধিকার পরিষদের চেয়ারম্যান ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরুর উপর জঘন্যতম হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। এবং ভিডিও ফুটেজসহ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। এই হামলায় প্রমাণ করে পতিত স্বৈরাচারের দোসর ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার গভীর চক্রান্ত। আমাদের সকলকে এ ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এবং গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম চালিয়ে যেতে হবে। তিনি এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এই ধরনের হামলা দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও অস্থির করবে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থাহীনতা সৃষ্টি করবে। গতকাল শনিবার দেওয়ানবাজাস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কার্যালয়ে আসন্ন নির্বাচন উপলক্ষে চট্টগ্রাম অঞ্চল দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, সাবেক এমপি শাহজাহান চৌধুরী, অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ মুহাম্মদ আমিরুজ্জামান, অধ্যাপক জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম, উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, কঙবাজার জেলা আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, মাওলানা আব্দুল আলীম রাঙামাটি পার্বত্য জেলা আমির মাওলানা আব্দুল আলীম, বান্দরবান পার্বত্য জেলা আমির মাওলানা আব্দুস সালাম আজাদ, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার, কঙবাজার জেলা সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, খাগড়াছড়ি জেলা সেক্রেটারি মিনহাজ উদ্দিন, বান্দরবান জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।