ভিপি নুর সহ ৭ জন গ্রেফতার

আজাদী অনলাইন | সোমবার , ২১ সেপ্টেম্বর, ২০২০ at ৯:১৭ অপরাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর মৎস্য ভবনের সামনে বিক্ষোভ মিছিল করার সময় তাকে গ্রেফতার করা হয়।
এছাড়া মিছিল থেকে গ্রেফতার করা হয়েছে আরও ৬ জনকে। বাংলানিউজ
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে বিক্ষোভ করার সময় তাকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর রমনা বিভাগের উপ কমিশনার সাজ্জাদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর দায়ের করা ধর্ষণ মামলায় নুরকে আসামি করা হয়।
পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, বিক্ষোভ মিছিলের সময় বাধা দিলে তারা পুলিশের উপর হামলা চালায়। এ কারণেই তাদের গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ওয়ালিদ হোসেন বলেন, “নুরসহ কয়েকজন মৎস্য ভবনের সামনে বিক্ষোভ করছিলেন। এসময় তাদের মিছিলে বাধা দিলে তারা পুলিশের উপর হামলা চালায়। এ সময় ভিপি নুরসহ সাতজনকে আটক করা হয়েছে। নুরের বিরুদ্ধে লালবাগ থানায় ধর্ষণ মামলা তো আছেই, সঙ্গে পুলিশের উপর হামলায়ও তাকে গ্রেফতার করা হয়েছে।”
সোমবার রাজধানীর লালবাগ থানায় ধর্ষণের অভিযোগ এনে মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।
মামলায় এক জনের (হাসান আল-মামুন) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হলেও ভিপি নুরসহ ৬ জনকে আসামি করা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলো হাসান আল-মামুন (১৮), নাজমুল হাসান সোহাগ (১৮), সাইফুল ইসলাম (১৮), নাজমুল হুদা (২৫) ও আব্দুল্লাহ হিল কাফি (২৩)।

পূর্ববর্তী নিবন্ধআধিপত্য বিস্তারের জেরে টেকনাফে যুবক খুন
পরবর্তী নিবন্ধআটকের কয়েক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হলো ডাকসুর সাবেক ভিপি নূরকে