ভিপি নুরের বিরুদ্ধে এবার সাইবার ট্রাইব্যুনালে মামলা

আজাদী অনলাইন | বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৩:০১ অপরাহ্ণ

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে এবার সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী। নুরদের বিরুদ্ধে এর আগে তিনি ধর্ষণের মামলাও দুটি করেছিলেন। ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন মামলাটি আদেশের জন্য রেখেছেন।

বুধবার (১৪ অক্টোবর) সাইবার ট্রাইব্যুনালের পেশকার শামীম আল মামুন এ তথ্য জানান।-বাংলানিউজ

জানা যায়, ধর্ষণের শিকার ওই নারী নুরের কাছে বিচার চাইলে তিনি মোবাইলে হুমকি দেন এবং অশালীন মন্তব্য করেন। তাই ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় তিনি মামলাটি করেছেন।

পূর্ববর্তী নিবন্ধ২০ কেজি ইলিশ ও ৪০ কেজি চিংড়ি জব্দ
পরবর্তী নিবন্ধসাবান ও ছাতার হাতলে লুকিয়ে ইয়াবা পাচার