সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, মানুষের ধর্ম ভিন্ন হতে পারে, কিন্তু প্রত্যেক ধর্মের মুল কথা এক ও অভিন্ন। কোন ধর্মে অশান্তির কথা বলা নেই। গৌতম বুদ্ধ সাম্য, মৈত্রী, করুণা ও অহিংসা কথা প্রচার করেছেন। তাঁর নীতি ও আদর্শ অনুসরণ করলে সমাজে অশান্তি হতে পারেনা। বর্তমান বিশ্বের সকলে বুদ্ধের নীতি প্রতিপালন করলে এত হানাহানি হতনা। তিনি গত শনিবার উপজেলার মির্জাপুর শান্তি ধাম বিহার ও গৌতমাশ্রম বিহারে প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সভায় আশীর্বাদ ছিলেন অধ্যক্ষ শাসনানন্দ মহাথের এবং উপাধ্যক্ষ প্রজ্ঞাজ্যোতি থেরো। বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এ বি এম মসিউজ্জামান, ওসি মো. মনিরুজ্জামান, মঞ্জুরুল আলম চৌধুরী, সৈয়দ মনজুরুল আলম, ইউ পি চেয়ারম্যান আকতার হোসেন খাঁন সুমন, অনুপম বড়ুয়া, মাস্টার দীপন কান্তি চৌধুরী, সুব্রত বড়ুয়া বন্দন, সুজন বড়ুয়া মামুন, মোহাম্মদ আলমগীর, সালাউদ্দিন খোরশেদ চৌধুরী, মহিলা মেম্বার সাজেদা ইয়াজমিন, ডা. মুহাম্মদ শাহ আলম, বিন্দু ভূষণ বড়ুয়া প্রমুখ।
পূর্বআবুরখীল তালুকদার পাড়া বিহার: রাউজান আবুরখীল তালুকদার পাড়া শান্তিময় বিহারে গত শনিবার প্রবারণা পূর্ণিমা উদযাপিত হয়েছে। দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল প্রথম পর্বে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা, সীবলী পূজা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং সমবেত প্রার্থনা। কমল বড়ুয়ার পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পিকলু বড়ুয়া। বক্তব্য রাখেন বিরু বড়ুয়া, রাজু বড়ুয়া, নিরু বড়ুয়া, বিষয় বড়ুয়া, প্রকৌশলী হিরু বড়ুয়া।
২য় পর্বে ছিল একক ধর্ম দেশনা ও খণ্ডকালীন বিদর্শন ভাবনা ও প্রবারণা পূর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা, বিশেষ প্রার্থনা ও ফানুস উত্তোলন। অধ্যক্ষ বুদ্ধানন্দ থের’র সভাপতিত্বে ও রতন বড়ুয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিহার পরিচালনা কমিটির সভাপতি রুপতি রঞ্জন বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন আনন্দ প্রসাদ বড়ুয়া, প্রদীপ বড়ুয়া, ডা. জীবক কুমার বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন পুলক বড়ুয়া। বক্তব্য রাখেন সুশীল বড়ুয়া, অপু বড়ুয়া, সাজু বড়ুয়া, রেখা বড়ুয়া, কমল বড়ুয়া বাবুল, সলিল বিকাশ বড়ুয়া, প্রকৌশলী পিংকু বড়ুয়া, প্রকৌশলী অনিক বড়ুয়া, হিমেল বড়ুয়া, অনিক বড়ুয়া, রুপস বড়ুয়া, দপ্তর সম্পাদক রিমন বড়ুয়া, শৈশব বড়ুয়া সাগর। প্রেস বিজ্ঞপ্তি।