ভিন্ন রূপে ফিরছেন ভাবনা

| সোমবার , ২ জানুয়ারি, ২০২৩ at ৪:৪৫ পূর্বাহ্ণ

নানামুখী কাজ নিয়ে ব্যস্ত থাকেন আশনা হাবিব ভাবনা। অভিনয় ছাড়াও নাচ, ছবি আঁকা নিয়েও ব্যস্ততা রয়েছে তার। এখানেই শেষ নয়, লেখালেখি করেন ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার নায়িকা। ইতোমধ্যেই তার লেখা বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে। এগুলো হলো উপন্যাস ‘গুলনেহার’, ‘তারা’, ‘গোলাপী জমিন’ এবং কবিতার বই ‘রাস্তার ধারের গাছটির কোনো ধর্ম ছিল না’। এরই ধারাবাহিকতায় আসছে বইমেলায় নতুন বই নিয়ে হাজির হতে যাচ্ছেন ভাবনা।

২০২৩ সালের প্রথম দিনে বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন। খবর বাংলানিউজের।

ভাবনা জানান, তার লেখা এবারের বইটি উপন্যাস। এর নাম ‘কাজের মেয়ে’। এটি প্রকাশ হবে কিংবদন্তি পাবলিকেশন থেকে। বইটির প্রচ্ছদ করেছেন আসাদুজ্জামান সোহেল। বইয়ের প্রচ্ছদ শেয়ার করে ফেসবুকে ভাবনা লেখেন, প্রেম যদি প্রতারণা করে শিল্প দেবে আমাকে আশ্রয়, আমার শিল্পের হাত কেঁড়ে নেয় আছে সাধ্য …! আমার উপন্যাস কাজের মেয়ে আসছে এই বইমেলায়। সবাইকে নতুন বছরেরে শুভেচ্ছা। আমার জন্য দোয়া করবেন।

পূর্ববর্তী নিবন্ধধারাবাহিক ‘ফ্যামিলি ডিসট্যান্স’
পরবর্তী নিবন্ধআ.লীগের মনোনয়ন পেলেন না মাহিয়া মাহি