ভিডিও দেখে ভারতের দুর্বলতা খোঁজার চেষ্টায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১০ মার্চ, ২০২৫ at ১১:০৩ পূর্বাহ্ণ

সৌদি আরব পৌঁছে রিকভারি, হালকা প্রস্তুতির পর্ব শেষে শুরু হয়েছে ট্যাকটিক্যাল অনুশীলন। ভিডিও সেশনও শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হাসান আল মামুন জানিয়েছেন, ভিডিও দেখে ভারতের দুর্বল দিকগুলো খুঁজে বের করে সেই অনুযায়ী কাজ শুরু করেছেন তারা। ভারত ম্যাচের প্রস্তুতি ধাপে ধাপে যত এগোচ্ছে বাংলাদেশ দল। খেলোয়াড়দের মধ্যে নিজেদের সেরাটা নিংড়ে দেওয়ার মানসিকতাও ফুটে উঠছে প্রবলভাবে। অনুশীলনে জামালমিতুলদের উন্নতির ধারাবাহিকতায় খুশি মামুন। সৌদি আরবে এসে আমরা শুরুতে এখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। এরপর থেকে আমরা টেকনিক্যাল দিকগুলোর দিকে যাচ্ছি। আজকে দুইটা ভিডিও সেশন ছিল। সেখানে ভারতের দুর্বল দিকগুলো আমরা চিহ্নিত করেছি এবং সেটা নিয়ে কাজ করেছি। পাশাপাশি সামনের সেশনগুলোয় ওরা যে জায়গাগুলোয় শক্তিশালী সেই জায়গাগুলো আমরা কিভাবে প্রতিরোধ করব সেটা নিয়ে কাজ হবে। সব মিলিয়ে প্রস্তুতি ভালো হচ্ছে। সবাই ক্রমান্বয়ে উন্নতি করছে। প্রত্যেকেই খুবই শিহরিত, রোমাঞ্চিত ভালো কিছু দেয়ার জন্য। প্রত্যেকেই তাদের চূড়ান্ত এফোর্ট দিচ্ছে অনুশীলনে। ভিসা জটিলতায় একদিন পর সৌদি আরব পৌঁছে ক্যাম্পে যোগ দেন রহমত মিয়া। তবে দলের সঙ্গে মানিয়ে নিতে ফিটনেস ইস্যুতে বিরূপ প্রভাব পড়বে না বলে মনে হচ্ছে এই ডিফেন্ডারের। তিনি বলেন সকলে সুস্থ আছে এবং সবাই অনুশীলন করেছে ভালোভাবে। মাঠে ও মাঠের বাইরে আমাদের প্রস্তুতি চলছে। আশা করছি আমরা ভালো করব ভারতের বিপক্ষে। এদিকে রহমত মিয়া জানান আসলে আমি ভিসা জটিলতার কারণে দলের সাথে সৌদি আরবে ফ্লাই করতে পারিনি। এক দিন পরে এসেছি। কিন্তু আমার মনে হয় না, এই এক দিনের জন্য ফিটনেসে কোন সমস্যা হবে।

যখন ঢাকাতে ছিলাম, রিজেন্সি হোটেলে ছিলাম, সেখানে আমি রিকভারি সেশন, জিম সবকিছু করেছি। গত সাফ চ্যাম্পিয়নশিপের আগেও সৌদি আরবে ক্যাম্প করেছিল বাংলাদেশ। দলের সঙ্গী ছিলেন রহমত। এবার অবশ্য মরু দেশটির ঠাণ্ডা তুলনামূলকভাবে বেশি মনে হচ্ছে তার। তবে রহমতের বিশ্বাস, এই কন্ডিশনে মানিয়ে নিতে পারলে শিলংয়ে খেলা সহজ হবে তাদের জন্য। সৌদি আরবে আসার আগে আমরা আসলে প্রত্যাশা করিনি এতটা ঠাণ্ডা পড়বে। এর আগে আমরা সৌদিতে অনুশীলন করেছি কিন্তু এত ঠান্ডা, এত উইন্ডি ছিল না। কিন্তু এটা আমাদের জন্য ভালো, আমি যতটুকু জেনেছি শিলংয়ে উচ্চতায় ও ঠাণ্ডা আবহাওয়ায় খেলতে হবে, সে ক্ষেত্রে এখানে মানিয়ে নিতে পারলে ম্যাচটা আমাদের জন্য সহজ হবে এবং আমরা ভালো করতে পারব। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধহামজার সঙ্গে সিলেটি ভাষায় কথা বলার অপেক্ষায় ফুটবলাররা
পরবর্তী নিবন্ধনারী দলের ব্যাটিং কোচের প্রস্তাব পেলেন আশরাফুল