ভিটেবাড়ি রক্ষা করার আকুতি আইআইইউসির এক ছাত্রীর

ভিডিও ভাইরাল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ৫:৪০ পূর্বাহ্ণ

ভিটেবাড়ি রক্ষা করার আকুতি নিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের এক ছাত্রীর করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় জনৈক আমজাদ হোসেন চৌধুরী তার পিতার ভিটে বাড়ি দখল করতে মরিয়া হয়ে তাদেরকে নিজেদের বাড়ি ছেড়ে দেয়ার জন্য উপর্যুপরি চাপ দিচ্ছেন বলেও ভিডিও বার্তায় উল্লেখ করেন ওই শিক্ষার্থী। তিনি তার পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে দেশের শিক্ষার্থী, র‌্যাব, পুলিশসহ আইন শৃংখলা বাহিনী, উপদেষ্টা এবং সাংবাদিকদের সহায়তা কামনা করেছেন।

ভিডিওয়ে হনুফা আকতার নামের ওই শিক্ষার্থী বলেন, তাদের বাড়ি পটুয়াখালী। তবে তার পিতা দীর্ঘ চল্লিশ বছর যাবত সীতাকুণ্ডে বসবাস করেন। তাদের চার ভাই বোনের জন্মও চট্টগ্রামে। তার পিতা ২০১১ সালে জলিল টেঙটাইল মিল মসজিদের উত্তর পাশে দশ শতক জমি কিনে মাটি ভরাট করে বাউন্ডারি দিয়ে সেমিপাকা ঘর নির্মাণ করেন। এর কিছু অংশে নিজেরা বসবাস এবং বাকি অংশ ভাড়া দিয়ে তার ইনকাম দিয়ে পরিবার চলে। কিন্তু আমজাদ হোসেন চৌধুরী বিগত কিছুদিন যাবত তাদেরকে বসতঘর ছেড়ে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছে বলে ভিডিওতে উল্লেখ করে হনুফা আকতার দাবি করেন যে, তার পিতাকে ফোনে অশ্লীলভাবে গালাগালি করে এবং ঘর ছেড়ে না দিলে ভাড়াটিয়াদের সামনে পিটাবে বলে শাসানো হয়। পরে তার পিতা এবং ভাইকে শারীরিক এবং মানসিকভাবেও নির্যাতন করা হয়েছে।

হনুফা আকতার ভিডিওতে দেশের দায়িত্বশীলদের এই ব্যাপারে এগিয়ে আসারও আহ্বান জানান।

এই ব্যাপারে গতরাতে আমজাদ হোসেন চৌধুরীকে ফোন করা হলে তিনি বলেন, এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।

পূর্ববর্তী নিবন্ধসিইপিজেডে গার্মেন্টস শ্রমিকদের ১১ ঘণ্টা সড়ক অবরোধ
পরবর্তী নিবন্ধবিয়ের জন্য চাপ, প্রেমিকাকে গলা টিপে হত্যা