ভিটামিন খাওয়াতে খুঁজতে গিয়ে দেখা গেল শিশু দুটির নিথর দেহ ভাসছে পুকুরে

মহেশখালীতেও মারা গেল এক স্কুলছাত্র

চকরিয়া ও মহেশখালী প্রতিনিধি | রবিবার , ২ জুন, ২০২৪ at ৬:৪৪ পূর্বাহ্ণ

পেকুয়ায় পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে পুকুরে ডুবে মারা যায় একই পরিবারের দুই শিশু কন্যা। এ সময় ভিটামিন এক্যাপসুল খাওয়ানোর জন্য খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় তাদের মরদেহ দেখতে পায় স্বজনরা। তাৎক্ষণাৎ দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের কাদিমা কাটা গ্রামে এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলোজহির আহমদের কন্যা মুন্নি আক্তার () এবং তারই নাতনি মনিরা আক্তার ()। শিশু মনিরা টৈটং ইউনিয়নের মধুখালী এলাকার বেলাল উদ্দিনের কন্যা।

বারবাকিয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আলমগীর আলম জানান, বাড়ির পাশের উঠানে শিশু দুটি খেলা করছিল। পরিবার সদস্যদের অগোচরে খেলার ছলে তারা পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে যায়। এ সময় ভিটামিন এক্যাপসুল খাওয়ানোর জন্য খোঁজাখুঁজি শুরু হলে পরিবার সদস্যরা দেখতে পায় তাদের নিথর দেহ পুকুরের পানিতে ভাসছে। এরপর নেওয়া হয় পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, মৃত অবস্থায় শিশু দুটিকে হাসপাতালে নেওয়া হয়। এ সময় পরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়েছে।

মহেশখালী প্রতিনিধি জানান, মহেশখালীতে পুকুরে ডুবে মো. রকিবুল ইসলাম (১৩) নামে চতুর্থ শ্রেণি পড়ুয়া এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়ার হাফেজ খায়ের আহমদের পুত্র এবং হরিয়ার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। গতকাল শনিবার বিকেল ৪টায় ছনখোলা পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী শামসুল আলম জানান, রকিবুলসহ তার আরো চারপাঁচজন সহপাঠী ছনখোলা পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে পাড় থেকে ঝাঁপ দিয়ে হৈ চৈ করতে করতে গোসল করছিল। ঝাঁপ দেয়ার একপর্যায়ে রকিবুল পানির নিচ থেকে আর উঠেনি। তাকে দীর্ঘক্ষণ উঠতে না দেখে তার সঙ্গীরা শোর চিৎকার করতে থাকে। তাদের চিৎকারে পথচারী লোকজন এগিয়ে এসে পুকুরে তল্লাশি করে রকিবুলকে মৃত অবস্থায় উদ্ধার করে। তিনি জানান, শনিবার বাদে এশা ঘটনাস্থলের পাশে ছন খোলাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

হরিয়ার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ সিদ্দিকী বলেন, রকিবুল ইসলাম আমার বিদ্যালয়ের মেধাবী ছাত্র। সে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী ছিল। পুকুরে ডুবে তার মৃত্যুতে স্কুলের শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধতিন বছরেও লাইফ পেল না লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটি
পরবর্তী নিবন্ধব্যাংকের লকার থেকে দেড়শ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ