ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে কাজ করতে হবে

পরিকল্পনা সভায় বক্তারা

| বুধবার , ২ জুন, ২০২১ at ১১:২৮ পূর্বাহ্ণ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর পরিচালিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ৫ জুন থেকে ১৯ জুন উদযাপন উপলক্ষে এক ‘ওরিয়েন্টশন ও পরিকল্পনাসভা’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চসিক জেনারেল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত কাউন্সিলর তসলিমা বেগম (নুরজাহান), স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, ইউনিসেফের বিভাগীয় কনসালটেন্ট মো. সাহাবুল ইসলাম।
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্তসহ বিস্তারিত উপস্থাপন করেন জোনাল মেডিকেল অফিসার ডা. তপন কুমার চক্রবর্তী। ভ্যাঙিন ইনচার্জ মো. আবু ছালেহের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জোনাল মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. হাসান মুরাদ চৌধুরী, ডা. সুমন তালুকদার, ডা. আকিল মাহমুদ নাফে, ডা. জুয়েল মহাজন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, কোভিড-১৯ চলাকালীন সময়ে এই ক্যাম্পেইন খুবই গুরুত্বপূর্ণ। অপুষ্টিতে ভোগা শিশুরা বর্তমান সময়ে খুবই ঝুঁকির মধ্যে রয়েছে। তাই এই ক্যাম্পেইন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে অপুষ্টি দূরীকরণ সম্ভব।
সভাপতির বক্তব্যে ডা. সেলিম আকতার চৌধুরী বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ইতিপূর্বে অনুষ্ঠিত সকল জাতীয় কর্মসূচি শতভাগ সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সরকারি নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম গ্রহণ করা হয়েছে, পূর্বের সফলতা এবারও অক্ষুণ্ন রাখতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকিশোর অপরাধরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে দুস্থরা পেল সেলাই মেশিন