মা ও শিশু হাসপাতাল : সারা দেশের মতো চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালেও গতকাল ১৫ মার্চ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন। উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম এবং ইপিআই বিভাগে কর্মরত স্টাফগণ। সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
জেলা রেড ক্রিসেন্ট : জেলা রেড ক্রিসেন্টের আওতাধীন ১৫ উপজেলায় ভিটামিন–এ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ–২০২৫ দেশব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন জেলা রেড ক্রিসেন্টের যুব প্রধান কৃষ্ণ দাশের নেতৃত্বে চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন ১৫ টি উপজেলা ও ব্রাঞ্চ পর্যায়ে একযোগে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। জেলা ইউনিটের আওতাধীন ১৫ টি উপজেলায় যুব স্বেচ্ছাসেবকবৃন্দ কয়েকটি দলে বিভক্ত হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে শিশুদের এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালনা করে। এসময় স্বেচ্ছাসেবীরা ক্যাপসুল প্রদানের পাশাপাশি শৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রদান করে। ১৫ টি উপজেলায় মোট দু’শতাধিক স্বেচ্ছাসেবী ক্যাম্পেইনে কাজ করছে। প্রতি বছরের ধারাবাহিকতায় ১৫ টি উপজেলার পাশাপাশি যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিট কার্যালয়ে ও এই ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ। ৬–১১ মাস বয়সী শিশুদের নীল ক্যাপসুল ও ১২–৫৯ মাস বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হয়।
জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ জানান, সরকার ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান এই প্রতিপাদ্য কে ধারণ করে ৬– ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের আয়োজন করছে আর প্রতিবছরের ধারাবাহিকতায় এইবছর ও যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের জেলা ইউনিটের স্বেচ্ছাসেবীরা এই কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। ব্রাঞ্চ পর্যায়ের পাশাপাশি জেলা ইউনিটের আওতাধীন ১৫ টি উপজেলায় একযোগে ক্যাম্পেইন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি আরো জানান, ভবিষ্যতেও যেকোনো প্রকার স্বাস্থ্যসেবা মূলক কার্যক্রম বাস্তবায়নে চট্টগ্রাম জেলা ইউনিট বদ্ধপরিকর।
মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাব : সামাজিক ও ক্রীড়া সংগঠন মাদারবাড়ী মুক্তকণ্ঠ ক্লাবের উদ্যোগে প্রতিবছরের ন্যায় জাতীয় টিকা দিবস পালন করা হয়। গতকাল শনিবার সকাল সাড়ে আটটায় থেকে বিকেল সাড়ে তিনটায় পর্যন্ত সিটি কর্পোরেশনের সহযোগিতায় ও মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাবের পরিচালনায় জাতীয় টিকা দিবস ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নগরীর প্রতিটি ওয়ার্ডে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের এবং ১২–৫৯ মাস বয়সী শিশুদের ১টি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।
এই সময়ের উপস্থিত ছিলেন মাদারবাড়ী মুক্তকন্ঠ ক্লাবের সাধারণ সম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর মোঃ হারুন অর রশীদ, সাবেক ফুটবলার মোঃ বেলাল, মামুন হোসেন, আল আমিন, সাইফুল ইসলাম, মোক্তার হোসেন, সিদ্দিক আল মামুন, উজ্জ্বল চৌধুরী সিয়াম, মাইনুদ্দিন খান রিপন, সরোয়ার হদয় ও জাহেদ খান সহ এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড : ২৩নং উত্তর পাঠানটুলী ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা রফিক মেম্বার, আব্দুল মান্নান, বাদশা মিয়া সিদ্দিকী, সিরাজুল মোস্তফা, আমির উদ্দিন বাবুল, আনু মিয়া বাবুল, হাজী মোহাম্মদ ইয়াসিন, ছালেহ আহমদ, মোঃ জাহাঙ্গীর।
এ সময় সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন চট্টগ্রাম শহরকে পরিস্কার ও পরিচ্ছন্ন নগরীতে পরিণত করার ও জলাবদ্ধতা দূরীকরণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। এ ব্যাপারে এলাকাবাসীকে স্বর্বাত্তক সহযোগিতা করার আহ্বান জানান তিনি।