ভিক্ষুকদের কারিগরি শিক্ষা দিয়ে পুনর্বাসন করা হোক

| সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ৫:৫৯ পূর্বাহ্ণ

দেশের বিভিন্ন শহর ও নগরীতে ভিক্ষুকের সংখ্যা দিনদিন বাড়ছে। সমাজের পিছিয়ে পড়া এই শ্রেণিটি দীর্ঘদিন ধরে দানের ওপর নির্ভরশীল জীবনযাপন করে আসলেও, কারিগরি শিক্ষা তাদের জীবনের মোড় ঘোরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকারি ও বেসরকারি পর্যায়ে নেওয়া বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, ভিক্ষুকদের বড় একটি অংশই কাজ করতে আগ্রহী তবে সুযোগের অভাব, দক্ষতার অভাব এবং সামাজিক উপেক্ষা তাদের প্রধান বাধা। ভিক্ষাবৃত্তি কোনো ব্যক্তির স্থায়ী জীবিকার সমাধান নয়। সাময়িকভাবে কিছু অর্থ পেলেও দীর্ঘমেয়াদে তারা দারিদ্র্যের বেড়াজালেই বন্দী থেকে যায়। এ অবস্থায় কারিগরি শিক্ষা হতে পারে তাদের আত্মনির্ভরতার পথ। সেলাই, হাতের কাজ, ইলেকট্রিক মেরামত, মোবাইল সার্ভিসিং, কৃষি ও পশুপালনসহ বিভিন্ন কাজে প্রশিক্ষণ পেলে তারা নিজেরাই জীবিকা নির্বাহ করতে পারবেন। ভিক্ষুকদের জন্য জাতীয় পর্যায়ে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হলে এবং প্রতিটি জেলার উপজেলাস্তরে কারিগরি শিক্ষা কেন্দ্র গড়ে তোলা গেলে ভিক্ষাবৃত্তি উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি সমাজের দৃষ্টিভঙ্গির পরিবর্তনও জরুরি। দানখয়রাতের সংস্কৃতি থেকে বের হয়ে ভিক্ষুকদের আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তুলতে সবার সচেতন ভূমিকা অপরিহার্য।

দেশের সামগ্রিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের স্বার্থে ভিক্ষুকদের কারিগরি শিক্ষা প্রদানে বাংলাদেশ সরকারকে হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

আনন্দ বড়ুয়া

রোভারমেট,

রাঙ্গুনিয়া সরকারি কলেজ রোভার স্কাউট ইউনিট,

রাঙ্গুনিয়া চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধসরদার জয়েন উদ্দীন : সমাজমনস্ক কথাশিল্পী
পরবর্তী নিবন্ধবন্দরের কার্যক্রম সচল রাখতে যানজট নিরসনের কোনো বিকল্প নেই