ভিক্ষা বৃত্তি থেকে দেড় মাস আগে অপহৃত শিশুকে উদ্ধার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১ জুলাই, ২০২২ at ৫:৪৭ পূর্বাহ্ণ

প্রায় দেড় মাস আগে নগরীর সদরঘাট এলাকা থেকে অপহৃত সাত বছরের এক শিশুকে ভিক্ষা বৃত্তি থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বুধবার পিবিআইয়ের মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাইমা সুলতানা এ তথ্য জানান। এর আগে গত সোমবার নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকা থেকে অপহৃত শিশু মো. আবদুল্লাহকে উদ্ধার করা হয়। শিশুটি ঝালকাঠি জেলার সদর থানার কলাবাগন ইউনিয়নের মো. মহিদুল ইসলাম নাটুর ছেলে। বর্তমানে তারা নগরীর সদরঘাট থানার মাঝিরঘাট এলাকায় বসবাসরত।

পিবিআই জানায়, গত ১৩ মে মাদ্রাসার ভর্তির টাকার জন্য আবদুল্লাহকে তার বাবা পাবনা স্টোর নামে একটি দোকানে মো. আলমগীর নামে এক ব্যক্তির কাছে রেখে যান। এর ছয় দিন পর ওই শিশুর বাবা সন্তানের খোঁজ নেওয়ার জন্য আলমগীরের কাছে ফোন করেন। তিনি মোবাইলে আবদুল্লাহকে পাওয়া যাচ্ছে না বলে জানান। ২৯ মে শিশুটির বাবা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৬ মো. আলমগীরকে আসামি করে মামলা করেন। তিনি মামলার এজাহারে তার সন্তান আবদুল্লাহকে অপহরণ হয়েছে বলে অভিযোগ করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পিবিআই মেট্টো অঞ্চলের পুলিশ পরিদর্শক ইখতিয়ার উদ্দীন মামলাটি তদন্ত করেন।

অপহৃত শিশুটি আদালতে জবানবন্দিতে জানায় যে, তার বাবা একজন ব্যক্তির কাছে তাকে রেখে যান। যাওয়ার সময় ১০০ টি লিচুও কিনে দিয়ে যান। কিন্তু ওই ব্যক্তি তাকে মাত্র একটি লিচু খেতে দেয়। শিশুটি আরও লিচু খেতে চাইলে তাকে মারধর করে। মারধরের এক পর্যায়ে শিশুটি দোকান থেকে নতুন ব্রিজ এলাকায় পালিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে ইউপি সদস্য গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ৪০ বছরেও পাকা হয়নি প্রতিশ্রুতির সেই সড়ক