আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় দেশে কেরোসিন ও ডিজেলের দাম বৃদ্ধি করা হয়। আর তার বড় একটা প্রভাব গিয়ে পড়ে গণপরিবহন খাতে। জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে বাস মালিক সমিতির পক্ষ থেকে তিন দিনের ধর্মঘট পালিত হলে সরকার ভাড়া বৃদ্ধির ঘোষণা দেয়; যা শতাংশের হিসাবে ২৭ শতাংশ।
একে তো হু হু করে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ছে সেই সঙ্গে বাস ভাড়া বৃদ্ধির ফলে বরাবরই সাধারণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকের উপর একটা বিশাল চাপ এসে পড়ে। বিশেষ করে শিক্ষার্থীদের যারা সচরাচর বাসে যাতায়াত করে তাদের জন্য এটা খুবই উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজধানী ঢাকায় শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ব্যবস্থা থাকলেও চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগীয় শহরের শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ব্যবস্থা নেয়। ফলে অধিকাংশ স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রিদের এ নিয়ে হাসফাস করতে হচ্ছে। সরকারের নতুন বেঁধে দেওয়া ভাড়া দিতে অস্বীকৃতি জানালে অনেক শিক্ষার্থীকে বাস হেল্পারের রোষানলে পড়তে হচ্ছে। তাই বাড়তি বাস ভাড়ার চাপে ক্লিষ্ট শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক করার জন্য যথাযথ কতৃপক্ষের কাছে দাবি জানাই।
হাবিব উল্লাহ রিফাত
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।